রাজধানীর মহাখালীর আমতলীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৭ মিনিটে।
খাজা টাওয়ারে অগ্নিকান্ডের কারণে গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় ঘটেছে। অনেক গ্রাহক কথা বলার সময় সমস্যার মুখে পড়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭.১৫ মিনিটে গ্রামীণফোন কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে দুঃখপ্রকাশ করে। গ্রাহকদের উদ্যেশ্যে ওই পোস্টে লেখেন, মহাখালীর আমতলিতে অগ্নিকান্ডের কারণে কারিগরি বিপর্যয়ে কিছু গ্রাহকের গ্রামীনফোন থেকে অন্য অপারেটরে ভয়েস কল জনিত সাময়িক অসুবিধা হতে পারে। আমাদের টিম দ্রুততার সাথে সমস্যাটি সমাধানে কাজ করে যাচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার সংবাদমাধ্যমকে জানান, শুরুতে ১৪ তলায় আগুন লাগলেও পরবর্তীতে আগুন ১৩ তলায়ও ছড়িয়ে পড়ে। এতে ভবনে থাকা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন যেন আর ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছে তারা। শাহজাহান সিকদার বলেছন, ঘটনাস্থলে আরও ইউনিট যাচ্ছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আইএসপিআরের বরাতে জানা গেছে, রাজধানীর মহাখালী খাজা টাওয়ার এর অগ্নিনির্বাপণে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগদান করেছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com