রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেইট সংলগ্ন এলাকায় ২০ শর্তে ঢাকা মহানগর আওয়ামী লীগকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার অনুমোদন দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার মোহাম্মদ নাজমুর রায়হান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
হাজার হাজার নেতা-কর্মী নিয়ে ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেবেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল থেকে সমাবেশ উপলক্ষে গাজীপুরের ছয়দানার বাসায় চলে বিশাল কর্মযজ্ঞ। তিন শতাধিক ডেকচিতে রান্না করা হয়। রান্না করা এসব খাবার বিতরণ করা হবে জাহাঙ্গীর আলমের সঙ্গে ঢাকার শান্তি সমাবেশে যোগ দেয়া নেতা-কর্মীদের মধ্যে।
রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি জামাল হোসেন বলেন, তিনটি গরু ও পাঁচ শতাধিক মুরগি জবাই করা হয়েছে। সন্ধ্যা থেকে তিন শতাধিক ডেকচিতে খিচুড়ি রান্না করা হয়। রান্না শেষে শনিবার সকাল এগুলো প্যাকেট করা হবে।
জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ‘ঢাকায় আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশ সফল করতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নিয়ে ঢাকায় যাবেন। ইতোমধ্যে পাঁচ শতাধিক যানবাহন ভাড়া করা হয়েছে। আমার সঙ্গে যারা যাবেন তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com