চলতি বিশ্বকাপ ক্রিকেটের আসরে ব্যর্থতার ধারাবাহিকতা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ দল। টানা পাঁচটি পরাজয়ের পর গতকাল মঙ্গলবার ৩১ অক্টোবর ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল সাকিব আল হাসান-লিটনের দল। এদিন লাল-সবুজের বাংলাদেশ দল টসে জিতে ব্যাটিংয়ে মাঠে নামলেও সুবিধা করতে পারেনি।
শুরু থেকে ব্যাটারদের ব্যর্থতার কারণে মাত্র ২০৪ রানেই শেষ হয় টাইগারদের ইনিংস। এতে আরও একটি পরাজয়ের মুখে পড়ে দলটি। এদিকে বাংলাদেশ দলের ধারাবাহিক এই পরাজয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মাধ্যমে সমালোচনা করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ক্রিকেট বৌদ্ধারা।
দলটির পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে শুরু হয়েছে হাস্যরস। কেননা, ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ বিশ্বকাপে এখন তালিকার তলানিতে অবস্থান সাকিবদের। টাইগারদের দল অবস্থান করছে ৯ নম্বরে। এ দলের পরেই রয়েছে ইংল্যান্ড। আর পাকিস্তানের বিপক্ষে পরাজয়ে তালিকার মধ্যে দশে নিয়ে যেতে পারে বাংলাদেশ দলকে।
এ নিয়ে অন্য সবার মতো রসাত্মক একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। এদিন বেলা ৩টায় ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উদ্দেশ্য করে এ অভিনেতা লিখেছেন, ‘জীবন বাজি রেখে ছেলেগুলো ১০ নম্বর অবস্থানের জন্য খেলছে। সবাই হাত তুলে দোয়া করবেন।’
আর অভিনেতার এ ধরনের স্ট্যাটাসে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। তারাও হাস্যরসভাবে নিয়েছেন বিষয়টি। তবে কেউ প্রশ্নও করেছেন। একজন লিখেছেন, ‘ভাই আপনিও?’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com