নিজস্ব প্রতিবেদকঃ গতকাল শহর জুড়ে গ্যাস সংকটে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। এদিকে হোটেলগুলোতেও খাবারের জন্য সকল শ্রেণীর মানুষের ছিল দীর্ঘ লাইন।
বিজিডিএসএল গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায় কারিগরী মেরামতের জন্য বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২ঘন্টা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। কিন্তু রাত সাড়ে ১১টায়ও গ্যাস না আসায় বিপাকে পড়েছে সাধারন মানুষ। বিশেষ করে হাসপাতালের রোগী ও শিশু বাচ্চাদের খাবার নিয়ে দূর্ভোগ চরমে। রাত ১১টায় দেখা গেছে কান্দিরপাড় খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। বিশেষ করে বিরিয়ানি হাউসগুলো চাহিদামতো ক্রেতাদের হাতে খাবার প্যাকেট দিতে হিমশিম খাচ্ছেন।
রুবেল নামে এক ক্রেতা বলেন, বাসায় বিরিয়ানি নিতে পারলে সবাই খেয়ে ঘুমোতে পারবে। কিন্তু টাকা হাতে নিয়েও পাচ্ছি না। বেলাল হোসেন নামে এক ক্রেতা বলেন, বাখরাবাদ কোম্পানীর গ্যাস প্রায়ই থাকে না। কিন্তু আজ মেরামতের অজুহাতে তা রেকর্ড করলো।
বাখরাবাদ গ্যাসের জনসংযোগ কর্মকর্তা আবুল হোসেন বলেন, ৩টি উপজেলায় লাইন মেরামত হচ্ছে, তাই বিলম্ব হচ্ছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com