গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আওয়ামী লীগ রাজনীতিকে জুয়া খেলায় পরিণত করেছে। সাকিবের মতো জুয়াড়িরা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পায়। সাকিব বিশ্বসেরা ক্রিকেটার হলেও তার আচরণ, অপকর্ম সম্পর্কে সবার জানা। সাকিব, ফেরদৌস কীভাবে আওয়ামী লীগের মনোনয়ন পায়? দুঃখজনক ও দুর্ভাগ্য সামাজিকভাবে পরিচিত কিছু মানুষ নিজের সুবিধার জন্য আওয়ামী লীগের দালালি করছে।’
সোমবার (২৭ নভেম্বর) সকালে সাড়ে ১১টায় পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন নুরুল হক নুর।
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা সপ্তম দফা কর্মসূচির ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। সকালে আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নুর বলেন,‘ সরকার রাজনীতিকে তামাশায় পরিণত করছে। নামসর্বস্ব দল যাদের নেতা নেই, কর্মী নেই তারা আজ নির্বাচন করছে, আবার বিরোধী দলও হতে চায়। দালাল ও রাজনৈতিক নেতৃত্ব চেনার সুযোগ জনগণের সামনে এসেছে। এখন সময় কারা দেশপ্রেমিক আর কারা দালাল সেটা চিহ্নিত করার।’
তিনি বলেন, ‘সব জায়গায় দুর্বৃত্তায়ন, দলীয়করণ করেছে। বিচার বিভাগ আজকে মানুষের সঙ্গে সবচেয়ে বেশি অবিচার করছে। আইজিপির ভাই, প্রধান বিচারপতির ভাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাচ্ছে।’
নুর বলেন, ‘জনগণকে বলবো হতাশ হওয়ার কিছু নেই। বিশ্বের বহু দেশে স্বৈরাচাররা শাসন করেছে, আবার নির্মম পতনও হয়েছে। সরকার কম্বোডিয়া মার্কা নির্বাচন করতে চাচ্ছে। বাংলাদেশ কম্বোডিয়া মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণ সেই নির্বাচনকে নির্বাসনে পাঠাবে। প্রশাসনের ভাইদের বলবো, খেলা চলছে ফ্যাসিবাদ বনাম জনগণ। আপনারা এর মধ্যে আসবেন না।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com