দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১ আসন থেকে মোট ১২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ২২টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টায় নিজ কার্যালয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান এ তথ্য জানান।
মনোনয়নপত্র দাখিল করা ১২১ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ১১ জন, স্বতন্ত্র প্রার্থী ৩০ জন, তরিকত ফেডারেশন থেকে ৫ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে ৬ জন, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের ২ জন, জাতীয় পার্টি থেকে ১১ জন, ইসলামী ঐক্যজোটের ৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে ২ জন, জাকের পার্টি থেকে ১০ জন, গণফোরাম থেকে ৩ জন, তৃণমূল বিএনপি থেকে ৪ জন, গণফ্রন্ট থেকে ৪ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ১ জন, বাংলাদেশ পিপলস পার্টি থেকে ১ জন, বাংলাদেশ কংগ্রেস থেকে ৫ জন, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ৪ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে ২ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে ২ জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে ২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে ২জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ১ জন ও জাসদ থেকে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আসন হিসেবে—কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে মনোনয়ন জমা পড়েছে ১২টি, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে মনোনয়ন জমা পড়েছে ১২টি, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে পড়েছে ১৪টি, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পড়েছে ১৪টি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে পড়েছে ১১টি, কুমিল্লা-৬ (সদর উপজেলা, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে পড়েছে ৬টি, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে পড়েছে ১০টি, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে পড়েছে ১৫টি, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে পড়েছে ৯টি, কুমিল্লা-১০ (লালমাই নাঙ্গলকোট ও সদর দক্ষিণ) আসনে পড়েছে ৭টি এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে পড়েছে ১১টি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com