কুমিল্লায় জিহান ফুটওয়ারের নামের একটি কোম্পানির স্টাফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর উনাইসারে এ ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।
বাসের চালক মো. আনিস জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনি খেয়াল করেন বাসে আগুন জ্বলছে। তিনি কোনো রকম বাস থেকে বের হয়ে জীবন রক্ষা করেন। বাস থেকে নামার পর তিনি দেখেন একজন লোক দৌড়ে পালাচ্ছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভুইয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে কাউকে চিহ্নিত করতে পারেন নি। তদন্ত চলছে বলে জানান এ কর্মকর্তা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com