পাবনার ভাঙ্গুড়ায় অসুস্থ স্ত্রীর মৃত্যুর মাত্র ১০ মিনিট পর হার্টঅ্যাটাকে মারা গেছেন স্বামীও। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার চক্রপাড়া গ্রামে।
মৃত স্বামী-স্ত্রীর নাম সরোয়ার হোসেন (৩৬) ও লাইলী খাতুন (৩০)। ভালোবেসে এক যুগ আগে বিয়ে করেছিলেন তারা।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তারা। তাদের সংসারে ৮ বছরের একটি ছেলে রয়েছে। সরোয়ার চক্রপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
মৃতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই দিন ধরে লাইলী অসুস্থ ছিলেন। সোমবার দুপুরে অটোচালক সরোয়ার বাড়ি ফিরে স্ত্রীকে বেশি অসুস্থ অবস্থায় দেখলে তাকে দ্রুত নিজ অটোতে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেকের ভেতরেই লাইলী মারা যান। তার মৃত্যু দেখে হাসপাতালেই অসুস্থ হয়ে পড়েন স্বামী সরোয়ার। এর ১০ মিনিটের ভেতরেই মারা যান স্বামীও। ধারণা করা হচ্ছে স্ত্রীর মৃত্যু দেখে হার্টঅ্যাটকে মৃত্যু হয়েছে সরোয়ারের।
ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহমিদা সুলতানা বলেন, স্ত্রীর মৃত্যু দেখে স্বামী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকতে পারেন। বিষয়টি খুবই দুঃখজনক।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com