চট্টগ্রামের আনোয়ারায় মেয়ের বিয়ে শেষে বরের হাতে তুলে দেয়ার পর এক ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর গ্রামের কানু মাঝির বাড়িতে ওই ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী নুরুল আলম (৫৫) ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নুরুল আলমের ভাগনে মাস্টার হারুনুর রশিদ বলেন, ‘মামাতো বোন আফরোজ আলম ইমার শনিবার বিয়ে হলো। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ব্যাপক আনন্দ-উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় মেয়েকে স্বামীর বাড়ি পাঠিয়ে দেয়া হয়। কিছুক্ষণ পর মামা নুরুল আলম স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মুহূর্তে পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এল।’
স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিন শরীফ বলেন, ‘নুরুল আলমের মৃত্যুটা খুবই হৃদয়বিদারক। এমন একটা মুহূর্তের জন্য কেউ প্রস্তুত ছিল না। আনন্দের মুহূর্তটা কান্নায় পরিণত হলো।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com