রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস নের চলন্ত ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রেনের একটি বগি থেকেই চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে ট্রেনটিতে আগুন দেখতে পান তারা। আগুন লাগার ঘটনায় চারজন মারা গেছে। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ এসেছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com