বিয়ে উপলক্ষে চারদিকে আনন্দের আমেজ বইছে, কিন্তু সেই আনন্দে হঠাৎ করে নেমে এলো বিষাদের ছায়া। বিয়ের অনুষ্ঠানে মৃত্যু হলো বরের। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ডাসকা তেহসিলে এ ঘটনা ঘটে। খবর জিও টিভির।
এক ভিডিও ফুটেজে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে বর সোফায় বসা ছিল। হঠাৎ করেই বর সোফা থেকে ঢলে পড়ে যান। পরে পরিবার লোকজন তাকে টেনে তুলে হৃদস্পন্দন পরীক্ষা করে।
পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হার্ট অ্যাটাকে ওই বরের মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, হার্ট অ্যাটাকে মৃত্যুর বর পরিবারের পক্ষ থেকে এ ঘটনা তদন্ত না করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বছর পাকিস্তানে বিয়ে করতে এসে কনে পক্ষের টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় বর পক্ষ।
ওই বরের নাম ছিল মাকদুম রশিদ। পরিবারসহ পালিয়ে যাওয়ার পর তিনি জানায় বিয়ের অনুষ্ঠানটি ছিল একটি ভুয়া আয়োজন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com