শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এই নবজাতক শিশুটির কান্নার আওয়াজ শুনে এগিয়ে যায় সাতানী ইউনিয়নের উত্তর আকালিয়া গ্রামের তিন বন্ধু মীর সাব্বির, ফয়সাল ও সজিব।
ফুটফুটে সুশ্রী শিশুটি কন্যা সন্তান। ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ১ দিন। বর্তমানে শিশুটি উত্তর আকালিয়া গ্রামের নজরুল মিয়ার বাড়িতে রয়েছে। মেয়ে শিশুটি লালন পালন (দত্তক নেওয়ার জন্য) করার জন্য বিভিন্ন জায়গা থেকে কল আসছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে সার্বিক সহযোগিতার জন্য সমাজসেবা অফিসারকে অনুরোধ করেছেন।
এই বিষয়ে ফয়সাল বলেন, আমরা তিন বন্ধু বিকেলবেলা হাঁটতে বের হয়ে উবদি ব্রিজ যাই। ফিরে আসার সময় ময়লার ভাগাড়ে শিশুটির কান্নার শব্দ শুনতে পাই। প্রথমে আমরা মনে করেছিলাম বিড়াল ডাকছে কিন্তু কাছে গিয়ে দেখি শিশুর কান্না। পরে মীর সাব্বির ময়লা থেকে কাথায় মোড়ানো শিশুটিকে বাড়িতে এনে পরিস্কার পরিচ্ছন্ন করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং খাবার দেওয়া হয়।
এবিষয়ে তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা উপজেলা সমাজসেবা অফিসারকে বিষয়টি দেখে যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছি। এর বেশি আমাদের কিছু করার নেই।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com