এবার মাত্র ২৫১ দিনেই হাফেজ হয়েছে ১০ বছরের একটি শিশু। শিশুটির নাম সাদাফ। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ গ্রামে। বাবার নাম সিরাজুল ইসলাম।
এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হিজলীয়া মীর বাড়ীতে অবস্থিত হজরত আবু হুরাইরা রা: তাহফিজুল কোরআন মাদরাসার ছাত্র সাদাফ। সে এই মাদরাসার হিফজ বিভাগ থেকেই পবিত্র কোরআন মুখস্থ করেছে।
এত অল্প দিনে সাদাফের হাফেজ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন মাদরাসার মুহতামিম মুফতি রাকিব বিন শওকত। তিনি বলেন, সাদাফ হিফজ শুরু করে গত বছরের জুন মাস থেকে। শুরুতে প্রতিদিন ৪-৫ পৃষ্ঠা করে সবক দিত সে। এজন্য খুব দ্রুতই হাফেজ হওয়ার গৌরব অর্জন করল সাদাফ।
এদিকে অল্পসময়ে হিফজ সম্পন্ন করায় সাদাফকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানায় তার মাদরাসা। প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা এ উপলক্ষে তাকে নানারকম উপহারও দিয়েছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com