ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের পাঁচজনের নামাজের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার(১ মার্চ) বিকেলে (বাদ আসর) নামাজের পর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের খন্দকার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাযা অনুষ্ঠিত হয়।
নামাজের জানাজায় নিহতদের আত্মীয়স্বজন, গ্রামবাসীসহ শোকার্ত মানুষ অংশ গ্রহণ করেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সারিবদ্ধভাবে তাদের মরদেহ দাফন করা হয়। এ সময় শোকার্তদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার তার স্ত্রী স্বপ্না বেগম ও দুই মেয়ে কাশপিয়া, উম্মেনূর ও ছেলে সৈয়দ আব্দুল্লাহ্ আগুনে পুড়ে নিহত হন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com