দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১টায় শেখেরচর বাবুরহাট বাজারের সাত তালার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নরসিংদী ফায়ার সার্ভিসের ইনচার্জ নাঈম ইবনে হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনই কতটি দোকান পুড়েছে বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা পুরোপুরি ভাবে জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম ও নরসিংদী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।
এর আগে গত বছরের ২৯ অক্টোবর রাত ১১টার দিকে শেখেরচর বাজারের সাটিং পট্টিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় শতাধিক দোকান ভস্মিভূত হওয়ার পাশাপাশি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com