টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর মৃত্যুর ৭ঘন্টার মধ্যে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মির্জাপুর ইউনিয়নের কাগুজীআটা গ্রামের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২৪ মার্চ) বার্ধক্যজনিত কারণে শনিবার দিবাগত রাত ৩.৩০টায়, নিজ বাসভবনে আজগর আলী (১০০) শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাকে গোসল করানোর পরেই, স্ত্রী জহুরা বেগম (৮০) বেলা ১১টায় স্বামীকে হারানোর শোকে স্টোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উভয়েই বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
মরহুম আজগর আলীর নাতি মো. জূয়েল বলেন, আমার দাদা এবং দাদি বেশ কয়েক মাস ধরেই একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাদেরকে অনেক জায়গায় নিয়েই চিকিৎসা করানো হয়েছে। দুজনেই একই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন।
বাদ যোহর জানাজা নামাজ শেষে, তাদেরকে সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com