শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ভরাডুবির পর দ্বিতীয় টেস্টেও পরাজয়ের শঙ্কা দেখছে বাংলাদেশ। প্রথম দুই টেস্টের তিন ইনিংসে এখনও ২০০ রানের কোটা পূরণ করতে পারেনি টাইগাররা।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও তিন দিন শেষে এরই মধ্যে সাড়ে চারশ রানের বেশি লিড নিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। এর কারণও ব্যাট হাতে শান্ত-লিটনদের ব্যর্থতা। প্রথম ইনিংসে লঙ্কানদের ৫৩১ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১৭৮ রানে।
কেন এমন ব্যাটিং ব্যর্থতা? তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে হাজির হওয়া টাইগার ওপেনার জাকির হাসান জানালেন, মাঠে অতিরিক্ত বাতাসের কারণে ভুগতে হয়েছে ব্যাটারদের।
বাতাসের প্রভাব অবশ্য আজ বাংলাদেশ আর শ্রীলঙ্কা – দুই দলের ইনিংসেই দেখা গেছে। পেসাররা সুইং পেয়েছেন বেশি। বাংলাদেশের জাকির, তাইজুলরা বোল্ড হয়েছেন, সাকিব-মুমিনুলরা হয়েছেন এলবিডাব্লিউ। এর প্রায় সবই অ্যারাউন্ড দ্য উইকেট থেকে এসে বিশ্ব ফার্নান্দো, আসিতা ফার্নান্দোদের ন্যাচারাল অ্যাঙ্গেলের চেয়েও বেশি সুইং পাওয়া বলে। বেশি সুইং পাওয়ার কারণটা কি বাতাস? জাকিরের কথা শুনে তা মনে হতে পারে। শ্রীলঙ্কার ইনিংসেও বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ (৪ উইকেট) ও খালেদ আহমেদই সবগুলো উইকেট পেয়েছেন।
দিন শেষে জাকির নিজেদের উইকেট পড়ার কারণ ব্যাখ্যায় বলেছেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকে বেশি বাতাস থাকার কারণে অনেক উইকেটে পড়েছে। এ ছাড়া বাকি সবই ঠিক ছিল। উইকেটের দিক থেকে বললে, সবই ভালো ছিল।’
পরে আরেক প্রশ্নে বাতাসের সুবিধাটা সবিস্তার ব্যাখ্যা করেছেন জাকির, ‘অবশ্যই আমাদের বোলাররা প্রায় ৮৬-৮৭ রানের মধ্যে ৬ উইকেট নিয়ে নিয়েছে। বাতাসে যেটা হচ্ছে… অতিরিক্ত কিছু সময় বাতাস থাকার কারণে বলে একটু বেশি মুভমেন্ট হচ্ছে। একটা নির্দিষ্ট জায়গায় বল পড়ার পর মুভমেন্ট একটু বেশি হচ্ছে। এটার সুবিধাও পেয়েছে বোলাররা। তারাও পেয়েছে, আমরাও পেয়েছি।’
তবে ব্যাটিংয়ে নিজেদের চরম ভরাডুবি নিয়ে আক্ষেপও শোনা গেল এই ক্রিকেটারের কন্ঠে। তিনি বললেন, ‘আসলে কারণটা আর কী বলব…আমরা পুরোপুরিই ব্যর্থ হচ্ছি। কেউই নিজেদের সম্ভাবনা অনুযায়ী খেলতে পারিনি। আমার কাছে মনে হয় যে, আমাদের যে দায়িত্ব বা ভূমিকা ছিল, সেটাও আমরা পালন করতে পারিনি।’
কেন পারেননি, সেটার আর তেমন ব্যাখ্যা নেই জাকিরের কাছে। বোলাররা কিছুটা ভালো খেললেও ব্যাটসম্যানদের ব্যর্থতায়ই বারবার পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে প্রশ্নে জাকির বললেন, ‘অবশ্যই একটা টেস্ট ম্যাচ - বা যে কোনো ম্যাচই - জিততে হলে শুধু বোলাররা ভালো বল করলে হবে না। আমাদের সব সেক্টরে ভালো করতে হবে। ব্যাটিং তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০ উইকেট নিতে হলেও কিন্তু ওইরকম একটা রান দিতে হয়। সেটা আমরা পারছি না। আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে। আমরা চেষ্টা করছি। কিন্তু কীভাবে যেন আমরা কোনো না কোনোভাবে ব্যর্থ হয়ে যাচ্ছি।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com