মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের মানামা শহরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে অহিদ উল্লাহ (৪২) নামে কুমিল্লার নাঙ্গলকোটের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ মে) বাহরাইনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
কর্মস্থল থেকে বাসায় ফিরে রান্না করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন বলে জানান অহিদের ভাই মহিববুল্লাহ।
সিলেন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে মৃত্যু হওয়া যুবক অহিদ উল্লাহ উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
স্থানীয়রা জানান, অহিদ উল্লাহর মৃত্যুতে পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ওই প্রবাসীর স্ত্রী ও চারকন্যা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com