রাজধানীর শাহবাগ থানায় ঢুকে কোটাবিরোধী আন্দোলনে গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে মুক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক।
বুধবার (১৭ জুলাই) বেলা ১২টা ২০ মিনিটে শিক্ষার্থীদের ছাড়িয়ে আনেন শিক্ষকরা।
এ সময় শিক্ষক আসিফ নজরুল বলেন, আমরা জেনেছি তাদের শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়নি। কিন্তু কোনোরকম যোগাযোগ ছাড়া তাদেরকে যে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে, তা এক ধরনের মানসিক টর্চার। তবে আমরা তাদের ছাড়িয়ে আনতে পেরেছি।
এর আগে অপরাজেয় বাংলা থেকে নিপীড়নবিরোধী শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে শিক্ষকরা মিছিল শুরু করেন। চারুকলা হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com