মঙ্গলবার র্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন অর রশিদ সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে ৯৭টি হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। কোনো গুলি ছোঁড়া হয়নি।
এছাড়া হেলিকপ্টার দিয়ে অনেকস্থানে আটকা পড়া পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অনেককে উদ্ধারও করা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগে রাজধানীর ১৩ ও বাইরের ৭টি স্থানকে টার্গেট করা হয়েছিল জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, হেলিকপ্টার থেকে টহল দেওয়া ও টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের বিষয়টির ভিডিও ক্লিপ রয়েছে। এ বিষয়ে গুজব ছড়িয়ে ও অপপ্রচার করে লাভ হবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার রাজধানীর যাত্রাবাড়ীসহ দুয়েকটি স্থানের পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লেগেছে।
তিনি আরো বলেন, যারা এসব নাশকতা করেছে, তারা এদেশের সাধারণ মানুষ নয়। এদেশের ছাত্র নয়। তারা হচ্ছে স্বাধীনতাবিরোধী শক্তি।
অপর এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, গোয়েন্দা ব্যর্থতা আমাদের ছিলনা। আমরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।
এদিকে র্যাব জানিয়েছে, নাশকতাকারীরা র্যাবের দুইটি অ্যাম্বুলেন্স পুড়িয়েছে। সবমিলিয়ে ১৩টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এছাড়া হামলা ও মারধরে র্যাবের একজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি সিএমএইচে চিকিৎসাধীন। তাছাড়া বিক্ষোভকারীদের হামলায় র্যাবের শতাধিক সদস্য আহত হয়েছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com