কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভুত পরিস্থিতির শুরু থেকেই বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। এই আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতায় মানুষ নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনার প্রতিবাদ করছেন তারকারা। এরই মধ্যে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইট ঘোষণা করেছে তারা আর জয় বাংলা কনসার্টে অংশ নেবে না।
বুধবার রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে এ সিদ্ধান্ত জানায় ক্রিপটিক ফেইট। তাদের কথায়, ‘অনেকেই প্রশ্ন করছেন “আপনারা জয় বাংলা কনসার্ট করবেন”? যেই ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায়, অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর “না”।’
ক্রিপটিক ফেইটের এমন সিদ্ধান্তে সেই পোস্টে নেটিজেনরা সাধুবাদ জানান। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় ভালবাসা প্রকাশ করেন তারা।
তবে কেউ কেউ সমালোচনাও করেছেন। এমন ঘোষণা দিতে কেন এত বিলম্ব করল ব্যান্ডটি, তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগীত শিল্পী সিনা হাসান ‘জয় বাংলা’ কনসার্ট বয়কটের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলাম। এই ঠ্যাং চাটা তোষামোদকারী 'ছেলেভুলানো' কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোন হিসেবেই যেনো কখনই ডাকা না হয়।’
তিনি আরও বলেছিলেন, ‘আমার ব্যান্ডের অন্য মেম্বাররা যদি এটা না মানে তাইলে বাংলা ফাইভ ত্যাগ করতেও কুন্ঠাবোধ করবো না, যদিও আমার ব্যান্ডমেটদের সেই সম্ভাবনা আদৌ নাই।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com