গত ৪ আগস্ট দুর্বৃত্তের আগুনে পুড়িয়ে দেয়া চান্দিনা উপজেলা পরিষদের বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন কুমিল্লা সেনানিবাসের জি ও সি এবং কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মো. সোহাইব, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
জি ও সি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম উপজেলা পরিষদের নিরাপত্তায় সার্বিক দায়িত্বে সেনাবাহিনী মোতায়েন রাখার আশ্বাস দেন।
পরে তিনি উপজেলা পরিষদকে নতুন ভাবে সাজাতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে প্রশাসনের পাশাপাশি সহযোগিতা করার আহ্বান জানান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com