কুমিল্লায় বেপরোয়া হয়ে উঠার পর হামলা-নির্যাতনের শিকার একটি হাতিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) মুরাদনগর থেকে জেলা বন বিভাগের লোকজন হাতিটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে গত শনিবার থেকে হাতিটি নিয়ে চাঁদা তুলছিল তার সঙ্গে থাকা মাহুত। এক পর্যায়ে হাতিটি হঠাৎ বেপরোয়া হয়ে যায়। এ সময় দাউদকান্দি এলাকার বেশ কয়েকটি দোকানে তাণ্ডব চালায় হাতিটি। পরে নিয়ন্ত্রণে আনতে তিন মাহুত হাতিটিকে আঘাত করতে থাকে। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির বলেন, হাতি নির্যাতনের বিষয়টি পরিবেশ উপদেষ্টার নজরে আসে। পরে তিনি ওই হাতিটিকে উদ্ধারের নির্দেশ দেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় মুরাদনগর থেকে হাতিটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার পর গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com