কুমিল্লায় পূর্বশত্রুতার জেরে নাছির উদ্দিন নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা এলাকায় এই হত্যাকাণ্ড হয়। পরে তার মরদেহ পানিভর্তি ডোবায় ফেলে দেওয়া হয়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে। ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
নাছিরের স্বজনেরা জানান, ২০২২ সালে মাসুক নামে এক যুবককে হত্যা করা হয়। এ হত্যা মামলার আসামি ছিলেন নাছির। পাঁচ মাস আগে নাছির জামিনে বের হয়ে আসেন এবং শ্বশুরবাড়ি সদর উপজেলার বালুতোপা এলাকায় থাকতে শুরু করেন। বুধবার নিজ বাড়ি মাছিগাছায় আসেন। তখন থেকে আগের ওই হত্যার ঘটনায় নাছিরকে হুমকি-ধমকি দিচ্ছিলেন নিহতের স্বজনেরা। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন নাছির। শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি খালের ব্রিজের ওপর বসে ছিলেন নাছির। সেখানে তাকে কুপিয়ে হত্যা করে খালে ফেলে রাখা হয়।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার অন্তর্গত ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে নাছিরকে হত্যা করা হয়। পূর্বের একটি হত্যাকাণ্ডের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে মাঠে রয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com