ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোরের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।
এ ঘটনায় ওই কিশোরের বাবাসহ দুজন আহত হয়েছেন। আর নিহতের মৃতদেহ বিএসএফ নিয়ে গেছে বলে পুলিশের ভাষ্য।
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, সোমবার ভোররাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহত ১৫ বছর বয়সী জয়ন্ত কুমার সিংহ বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।
এ ঘটনায় মহাদেব কুমার সিংহ ছাড়াও নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ আহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ কবির বলেন, ওই তিন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেছিল। তাদের দেখতে পেয়ে ডিঙ্গাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে। এতে কিশোর জয়ন্ত মারা যায়। আর গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে চলে আসেন মহাদেব ও বাংঠু।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজির আহমদ বলেন, “সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ও আহত হওয়ার খবর শুনেছি। সীমান্তে কী ঘটেছিল, সেটা জানার জন্য আমাদের টিম কাজ করছে। এ রকম ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সূত্র: bdnews24
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com