কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার, তাহসিনা বাহার সূচনা এবং তার স্বামী সাইফুল আলম রনির ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) বিএফআইইউর সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
বিএফআইইউ বাণিজ্যিক ব্যাংকগুলোতে এ সম্পর্কিত নির্দেশনা পাঠিয়ে এসব হিসাব স্থগিত করে।
সূত্র জানায়, আগামী ৩০ দিনের জন্য এসব হিসাব স্থগিত থাকবে। সে পর্যন্ত এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে আবার সময় বাড়ানো হতে পারে।
নির্দেশনায় আ ক ম বাহাউদ্দীন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার, তাহসিন বাহার এবং তার স্বামী সাইফুল আলম রনির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
নির্দেশনায় স্থগিত এসব হিসাবের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতির (কেওয়াইসি) তথ্য ও লেনদেন বিবরণী ইত্যাদি দুই কার্যদিবসের মধ্যে চেয়েছে বিএফআইইউ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com