কানপুর টেস্টের প্রথম দিনেই গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে অপ্রীতিকর ঘটনা। খেলা দেখতে যাওয়া ‘টাইগার রবি’ নামে বাংলাদেশের এক সমর্থকের উপর হামলার অভিযোগ উঠেছে। তাকে কয়েক জন দর্শক মেরেছেন বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও স্থানীয় পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট। কানপুরের গ্রিন পার্কে চলছে সেই টেস্ট। বাংলাদেশের খেলা দেখতে নিয়মিত মাঠে যান ‘টাইগার রবি’। সারা গায়ে বাঘের মতো রং করে বাংলাদেশের পতাকা হাতে প্রায়ই মাঠে যান তিনি। কানপুরেও গিয়েছিলেন।
এক সংবাদমাধ্যমকে রবি বলেন, ‘পিছন দিক থেকে আক্রমণ করে ওরা। আমার পিঠ এবং তলপেটে লেগেছে। শ্বাস নিতে সমস্যা হচ্ছে।’
কানপুরের মাঠে ছিলেন পুলিশকর্মীরা। তারাই রবিকে হাসপাতালে নিয়ে যান। পুলিশকর্মীরা যদিও রবিকে মারধরের কথা অস্বীকার করেছেন। এক পুলিশকর্মী বলেন, ‘আমাদের এক কর্মী রবিকে সি ব্লকে দেখতে পায়। শ্বাস নিতে সমস্যা হচ্ছিল ওঁর। কথা বলতে পারছিলেন না। মনে হয় ওর ডিহাইড্রেশন হয়েছে। চিকিৎসকেরা কী বলেন সেটার অপেক্ষায় আছি।’
ভারত-বাংলাদেশ টেস্টের প্রথম দিনে রবিকে মাঠে দেখা যায়। তিনি দলের সমর্থনে পতাকা নাড়ছিলেন। গলা ফাটাচ্ছিলেন দেশের জন্য। সি ব্লকের ব্যালকনিতেই দেখা গিয়েছিল তাকে।
এক সংবাদমাধ্যমে সূত্রে জানা গিয়েছে, প্রথম সেশনের খেলা চলাকালীন তার সঙ্গে কয়েক জন দর্শকের কথা কাটাকাটি হয়। সেই সময় পুলিশকর্মীরা গিয়ে সমস্যা মিটিয়ে দেন বলে জানা গিয়েছে। কিন্তু মধ্যাহ্নভোজের সময় কিছু দর্শকেরা তাকে মেরেছে বলে অভিযোগ করেন রবি। পুলিশ যদিও সিসিটিভি ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com