কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার উজিরপুর ইউনিয়নের ছামচেড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তারা হলেন, সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২৫) ও জয়নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সাগর (২৩)। এ ঘটনায় রায়হান নামের আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী রায়হান তার দুই বন্ধু দেলোয়ার ও সাগরকে নিয়ে চৌদ্দগ্রাম থেকে দাওয়াত শেষে মোটরসাইকেলে সদর দক্ষিণ এলাকায় বাড়ি ফিরছিলেন। পথে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলটি একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই ছিটকে সড়কে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার মারা যান।
স্থানীয়রা গুরুতর আহত সাগর ও রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। পরে রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত দেলোয়ার হোসেনের মরদেহ ও মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। শুনেছি কুমিল্লা হাসপাতালে সাগরের নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com