কুমিল্লার বেশ কয়েকটি এলাকায় শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে পরের দিন শনিবার রাত ৮টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গ্যাস সরবরাহ লাইনে জরুরি মেরামতকাজের জন্য শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা চান্দিনা বিদ্যুৎ কেন্দ্রসহ চান্দিনা উপজেলা, কুমিল্লা ক্যান্টনমেন্ট, বুড়িচং উপজেলার কোরপাই, নাজিরাবাজার, দেবপুর এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া ওই সময়ে কুমিল্লা শহর ও আশপাশে এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানানো হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com