বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শেখ শাহরিয়ার বিন মতিন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি ময়মনসিংহ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৮৩ পেয়েছেন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) তার বাবা মোহাম্মদ আবদুল মতিন ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ আবদুল মতিন ফেসবুকে লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী আমার একমাত্র ছেলে কলিজার টুকরা শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন (Sheikh Shahriar Been Matin) এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।’
গত ১৮ জুলাই বিকেলে ঢাকার মিরপুরে ১০ নম্বরের গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন। ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ছেদ হয়ে যায়। শাহরিয়ারের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামে।
শাহরিয়ারের পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষার মধ্যে বন্ধ পেয়ে ঢাকায় মায়ের কাছে যায় শাহরিয়ার। পরে মিরপুর ২ নম্বরে খালার বাসায় বেড়াতে যায়। সেখানে খালাতো ভাইয়ের সঙ্গে আন্দোলনে অংশ নেয়। পরে মিরপুর ১০ নম্বরের গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হয় শাহরিয়ার। তার খালাতো ভাইও গুলিবিদ্ধ হয়েছিল। সেদিন একপাশে আন্দোলনকারী অন্য পাশে পুলিশ ও ছাত্রলীগ ছিল।
শাহরিয়ারের ফলাফল শেয়ার করে ফেসবুকে রিফাত উল্লাহ নামে একজন লিখেছেন, ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে ২০ জুলাই সন্ত্রাসী লীগ বাহিনী এবং আওয়ামী পুলিশের গুলিতে শহীদ শাহরিয়ার এর এইচএসসি রেজাল্ট বেরিয়েছে। শহীদ শাহরিয়ার আমার বন্ধু শেখ আব্দুল মতিনের ছেলে। সান্তনা দেবার মত কোন ভাষা আমার জানা নাই। আল্লাহ্ শাহরিয়ারকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com