বাংলাদেশের পতাকা হাতে নিয়ে হিমালয়ের ভয়ংকর আমা দাবলাম পর্বত জয় করেছেন কুমিল্লার পর্বতারোহী তৌফিক তমাল। গত শনিবার তিনি বেইজক্যাম্প-১ এ নেমে আসেন। তমাল কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত শরীফ আহমেদ অলীর সন্তান। মাউন্ট আমা দাবলাম নেপালের পশ্চিম হিমালয়ের কোশি প্রভিন্সে অবস্থিত। গত শুক্রবার (২৫ অক্টোবর) চতুর্থ বাংলাদেশি হিসেবে পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাবলাম সামিট করেছেন পর্বতারোহী তৌফিক তমাল। তিনি দীর্ঘ দিন ধরে নেপালে অবস্থান করছেন।
পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গের একটি মাউন্ট আমা দাবলাম। প্রকৃতপক্ষে হিমালয়ের বাকি সব ৭ বা ৮ হাজার মিটার উঁচু পর্বতশৃঙ্গের থেকেও মাউন্ট আমা দাবলামে আরোহণ বেশি কঠিন বলে মনে করেন পর্বতারোহীরা। তমাল তার সফলতার পর আমা দাবলামের চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা হাতে একটি ছবি ফেসবুকে পোস্ট করে সেই সঙ্গে তার অভিজ্ঞতাও শেয়ার করেন।
তিনি জানান, আমা দাবলাম পৃথিবীর অন্যতম কঠিন পর্বতগুলোর মধ্যে একটি, চূড়ায় উড়ল বাংলাদেশের পতাকা। ২২ অক্টোবর যাত্রা শুরু করে নানা প্রতিকূলতা ও আবহাওয়ার অনিশ্চয়তার মধ্য দিয়ে ২৫ অক্টোবর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাই। আমা দাবলামের এই অভিযানের সময় ২ দিনের কিছু বেশি লেগেছে। একই পোস্টে পরে তিনি পরিবার ও বন্ধু মহলের প্রতি কৃতজ্ঞতা জানান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com