কুমিল্লায় প্রতিমা নিয়ে যাওয়ার পথে তালপুকুর পাড় এলাকার একটি উঁচু ভবন থেকে ‘গরম পানি’ নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন ঘটনাস্থলে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
সরেজমিনে রাত ১০টায় দেখা যায়, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
হিন্দু সম্প্রদায়ের নেতারা অভিযোগ করে বলেন, নগরীর রানীর বাজার এলাকার সাহা পাড়ার মা স্মৃতি সংঘের কর্মীরা কালিপূজার জন্য নগরীর কান্দিরপাড় কালিবাড়ী থেকে একটি ভ্যানযোগে প্রতিমা নিয়ে এলাকায় ফিরছিলেন। এ সময় তালপুকুর পাড় এলাকার পৌঁছালে একটি উঁচু ভবন থেকে গরম পানি নিক্ষেপ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ করছে।
রাত সাড়ে ১১টার দিকে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বকসী সমকালকে বলেন, খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সাথে আমরাও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। ভবনের ২ থেকে ৫ তলা থেকে গরম পানি ফেলা হতে পারে। যে সংগঠনের কর্মীরা প্রতিমা নিয়ে যাচ্ছিলেন তারাসহ আমরা থানায় আছি। প্রশাসন মামলা দিতে বলেছে, তারা মামলা দিচ্ছে। আশা করি বিষয়টি একটি সুষ্ঠু তদন্ত হবে এবং জড়িতরা গ্রেপ্তার হবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভবনের একাধিক বাসিন্দা বলেন, ‘অসাবধানতাবশত শিশুরা মাঝে মধ্যে পানি জানালা দিয়ে নিচে ফেলে দেয়। আজকের পানি ফেলার বিষয়টিও পরিকল্পিত নয়। হয়ত শিশুরা ভুলে ফেলতে পারে।’
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকায় কোন সমস্যা নাই। এ বিষয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অভিযোগ দিতে বলা হয়েছে। আমরা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেব।
সূত্রঃ সমকাল
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com