দেশের স্কুল-কলেজের বিভিন্ন শ্রেণির পাঠ্যবই থেকে অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের গল্প-প্রবন্ধ পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মঙ্গলবার (২৯ অক্টোবর) এনসিটিবির সম্পাদনা শাখা সূত্রে এ তথ্য জানায় দেশের একটি গণমাধ্যম।
জানা গেছে, পাঠ্যবইয়ের অতিরঞ্জিত ইতিহাস বাদ দিয়ে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে যার যেটুকু অবদান তা সঠিকভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যান্য পরিমার্জনের পাশাপাশি একাদশ শ্রেণির বাংলা বইয়ে মুহাম্মদ জাফর ইকবালের লেখা ‘মহাজাগতিক কিউরেটর’ বাদ দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন শ্রেণির বিজ্ঞান বিষয়ের সব বই থেকে তার লেখা বাদ পড়ছে।
আওয়ামী লীগের শাসনামলে পাঠ্যবই রচনা ও সম্পাদনায় যুক্ত ছিলেন মুহাম্মদ জাফর ইকবাল। বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে তার একাধিক গল্প-প্রবন্ধ ছিল। অনেক বইয়ের সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে পাঠ্যবই পরিমার্জন সমন্বয় কমিটিতে যুক্ত শিক্ষা গবেষক রাখাল রাহা বলেন, যে কোনো সরকার পরিবর্তনের পর পাঠ্যবইয়ে পরিবর্তন আসা স্বাভাবিক। সময়ের সঙ্গে পরিমার্জনে অনেক কিছু বাদ যায়। এবার যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে বদল আসা স্বাভাবিক। তিনি আরও বলেন, অন্তবর্তী সরকার নতুন বই করছে না। ২০১২ সালের প্রণীত কারিকুলামের বইগুলোর সর্বশেষ সংস্করণ পরিমার্জন করা হচ্ছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com