কুমিল্লায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বাসে পেট্রোল বোমা হামলায় পুড়ে ৮ যাত্রীর মৃত্যুর মামলার আসামি তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তোফায়েল ওই গ্রামের আম্বর আলীর ছেলে এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা। বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ২০১৫ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহনের বাসে পেট্রোলবোমা হামলায় ৮ জন পুড়ে মারা যায়। ওই ঘটনায় গত ১১ সেপ্টেম্বর বাসের মালিক আবুল খায়ের কুমিল্লার আদালতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, তৎকালীন আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের তৎকালীন ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার তৎকালীন এসপি টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। অজ্ঞাত আসামি করা হয় আরও ৫০ থেকে ৬০ জনকে। মামলাটির অন্যতম আসামি তোফায়েল হোসেনকে। কুমিল্লায় কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া আরও একটি মামলার আসামি তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মশিউর আলম জানান, গ্রেপ্তার তোফায়েলকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com