নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ,সরকারি কর্মচারীদের ন্যায় বার্ষিক প্রবৃদ্ধি, উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কুমিল্লা জেলা শাখা।
মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক মো.জাহাংগীর আলম এর মাধ্যমে প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
জাতীয় ভিত্তিক বেসরকারি ৯ শিক্ষক-কর্মচারী সংগঠন মোর্চা ‘শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি’ ডাকে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকাল ৩ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের কান্দিরপাড় টাউন হল মাঠের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক । বক্তব্য রাখেন বাকশিস কুমিল্লার শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ আবু সালেক মো.সেলিম রেজা সৌরভ, জেলা কমিটির নেতা অধ্যক্ষ পুলিন চন্দ্র সরকার,অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার, অধ্যক্ষ মো. শহিদুল্লাহ,অধ্যক্ষ মামুন মজুমদার,অধ্যক্ষ আসাদুর রশিদ আলমগীর ,উপাধ্যক্ষ মোশতাক আহমেদ,অধ্যক্ষ বিধান চন্দ্র,অধ্যক্ষ জসিম উদ্দিন,অধ্যাপক কাজী আবদুর রশিদ,অধ্যাপক এনামুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য গুনগত মানের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার জাতীয়করন অবিলম্বে করতে হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com