ক্যাম্পাসে দলীয় ব্যানার টাঙানোকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসের বাইরে কে বা কারা কয়েকটি পটকা ফাটানোর পরিপ্রেক্ষিতে আগামী দুই দিনের জন্য কলেজের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন কলেজের উপাধ্যক্ষ মো. রেজাউল করিম সিদ্দিকী। তিনি বলেন, ‘সোমবার (১৮ নভেম্বর) একাদশ শ্রেণির সাময়িক পরীক্ষা ছিল। দুপুরে হঠাৎ কলেজ প্রাঙ্গণে ঝামেলা হয়েছে। পরে শিক্ষক ও পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। আগামী দুই দিন কলেজে কোনো ক্লাস হবে না, তবে পরীক্ষা চলবে।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, সোমবার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা ওমরগণি এমইএস কলেজ ক্যাম্পাসে ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষক ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, তারা ওমরগণি এমইএস কলেজে কর্মসূচি পালন করতে গিয়েছিলেন। এ সময় কিছু শিক্ষার্থী এসে কর্মসূচির বিষয়ে জানতে চান। তারা ওই শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে সব তথ্য জানিয়েছেন। কারও সঙ্গে কোনো ঝামেলা হয়নি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com