কুমিল্লার বিবির বাজার রাজমঙ্গলপুর এলাকায় শিশু খাদ্যে নিষিদ্ধ কেমিক্যাল ও ভেজাল রং ব্যবহারের অভিযোগে কাশফুল ফুড প্রোডাক্টস নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানাটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ক্ষতিকর রাসায়নিক।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, কারখানাটি মাইক্রো নিউট্রিয়েন্ট ফার্টিলাইজারসহ মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল রং মিশিয়ে চিপস, পাস্তা, চানাচুরসহ শিশুদের বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করছিল। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার, বিএসটিআই এবং মোড়কজাত নিবন্ধনসহ তিনটি আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার উপপরিচালক ও অফিস প্রধান কেএম হানিফ এবং পরিদর্শক মো. লুৎফুর রহমান।
জব্দ করা ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল রং তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com