কুমিল্লায় জুলাই বিপ্লবে গুরুতর আহত ও শহীদ তিন পরিবার পেল ৫০ হাজার টাকা ও হুইল চেয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে ৩পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কুমিল্লা মহানগরের দপ্তর সম্পাদক ও গ্রান্ড দেশপ্রিয় এর স্বত্বাধিকারী পিংকু চন্দ।
শুক্রবার সন্ধ্যায় হোটেল গ্র্যান্ড দেশপ্রিয়তে তিন পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির আহবায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্মআহবায়ক মাহির তাজওয়ার ওহি, মুখপাত্র জাবেদ, মুখ্য সংগঠক মোস্তফা জিহানসহ আরও মহানগর নেতৃবৃন্দ।
জুলাই বিপ্লবে আজত ও শহীদ পরিবারের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু রায়হান। জেলার বিভিন্ন হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আহত এবং শহীদদের বিনামূল্যে চিকিৎসা এবং শিক্ষা সেবা নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি।
পুলিশের গুলিতে আহত কামরুলের পরিবারকে প্রতিমাসে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দেন পিংকু চন্দ। আগামী দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সেবামূলক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com