সম্প্রতি সময়ের বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় মিডিয়া বিভিন্ন গুজবকে উস্কানি দিয়ে তুলে ধরছে।
এমন অবস্থায় সম্প্রতি ট্যাংকের বহরের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে— বাংলাদেশের ট্যাংকের বহর যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে।
‘Ironclad’ নামে একটি এক্স অ্যাকাউন্টে গত ৩০ নভেম্বর ট্যাংকের বহরের একটি ছবি প্রকাশ করে দাবি করা হয় ‘বিপুল সংখ্যক বাংলাদেশি ট্যাংকে ভারতীয় সীমান্তের দিকে যেতে দেখা গেছে’।
একইদিন ‘PSYWAR Bureau’ নামে একটি এক্স অ্যাকাউন্টে দাবি করা হয় ‘পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি শেল এবং গোলাবারুদ সংগ্রহ করে ভারতীয় সীমান্তের কাছে ট্যাংক ও সাজোয়া যান মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।’
আরো বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একই দাবি করা হয়েছে। তবে এই দাবি সঠিক নয় বলে নিশ্চিত করে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।
তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে বাংলাদেশের সামরিক সক্ষমতার সংবাদে ছবিটি বিভিন্ন গণমাধ্যমে ব্যবহৃত হয়েছে। ২০১৭ সালে দৈনিক প্র থ ম আ লো র একটি খবরে ছবিটি ব্যবহার করা হয়।
ফলে এই ছবির ‘ট্যাংকগুলো ভারতের দিকে যাচ্ছে’ এমন দাবি মিথ্যা বলে চিহ্নিত করেছে ফ্যাক্টওয়াচ।
শুধু এই ছবিটিই নয়, বিগত কয়েকমাসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরণের মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে বহিঃবিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করতে দেখা গেছে ভারতীয় মিডিয়ার। বিশেষ করে দেশটির টুইটার ও ফেসবুকে নানা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com