নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ৬০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলার মক্রবপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাঙ্গলকোট উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির উদ্যোগে এই বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক প্রধান শাখার ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবক কিউ.এম তারেকুল আকবর হেলাল।
উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আবু, তুলাতুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, বড় সাঙ্গিশ^র উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, মনতলি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল হানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ডা.জাহাঙ্গীর আলম প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com