বনে সাপ ধরতে গিয়ে কামড় খেয়ে জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে গিয়ে হাজির হয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার সাপুড়ে হুজু মিয়া (৪৫)।
শনিবার (১১ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে এ খবর পাওয়া গেছে।
জানা গেছে, সাপুড়ে হুজু মিয়ার বাড়ি ঢাকার সাভারে হলেও তারা কয়েকটি পরিবার এক যুগ ধরে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের রামখা এলাকায় বাস করছেন। সাপ ধরা ও বিভিন্ন বাজারে খেলা দেখানো তাদের পেশা। এদিন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের একটি বনে সাপ ধরতে যান তিনি। এসময় গর্ত থেকে সাপ ধরতে গিয়ে সাপুড়ের হাতে কামড় দেয় বিষধর গোখরা সাপ। কামড় খেয়ে সেই সাপ ধরে নিয়ে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে হাজার হন সাপুড়ে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ভ্যাকসিন দিয়ে পর্যবেক্ষণে থাকতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেপাঠিয়ে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘ভ্যাকসিন পুশ করা হয়েছে। সাপুড়ে অনেকটা শঙ্কামুক্ত।’
আপাতত রোগী সুস্থ আছেন আছেন বলে জানিয়েছেন সাপুড়ে হুজু মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী বানেছা বেগম।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com