তুরস্কে জমজমের পানির নামে ট্যাপের পানি বিক্রির একটি প্রতারণার ঘটনা ফাঁস হয়েছে। বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগিয়ে এবং পবিত্র পানি বলে প্রচার করে এক ব্যক্তি প্রায় ৯ কোটি লিরা (প্রায় ৩০ কোটি টাকা) আয় করেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তে জানা গেছে, বিলাল নামের ওই ব্যক্তি প্রতিদিন প্রায় ২০ টন পানি বিক্রি করতেন। গত পাঁচ মাস ধরে তিনি এই প্রতারণা চালিয়ে আসছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তুরস্কে জমজমের পানি বলে যে পানি বিক্রি হয়, তার বেশিরভাগই আসলে স্থানীয় ট্যাপের পানি। এসব পানি আদানার একটি ওয়্যারহাউজ থেকে সরবরাহ করা হতো।
বিলালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার লিটার ভুয়া জমজমের পানি উদ্ধার করেছে। এই পানির বোতলগুলো বিভিন্ন আকারের এবং গায়ে আরবি লেখা, যা দেখে মনে হয় এগুলো সৌদি আরব থেকে আনা হয়েছে।
তবে কয়েকজন বিক্রেতা দাবি করেছেন, এসব পানির কিছু অংশ জমজমের পানি, আর তাতে সামান্য পরিমাণ ট্যাপের পানি মেশানো হয়েছে। তাদের মতে, এই বিষয়ে ক্রেতারা কোনো অভিযোগ করেনি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com