সম্প্রতি পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের নতুন পোশাক লোহা (আয়রন), র্যাবের পোশাক জলপাই (অলিভ) ও আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তের পর থেকেই সরগরম সোশ্যাল মিডিয়া। পক্ষে-বিপক্ষে চলছে নেটিজেনদের আলাপ-আলোচনা। তাদেরই একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান জানিয়েছেন।
ওই ভিডিওতে উমামা ফাতেমা বলেন, পুলিশকে দ্রুততম সময়ে গোলাপি রঙের পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে, গোলাপি ভালো একটি প্রতীক পোশাক হিসেবে। গোলাপি একটি আই সুদিং (চোখের আরাম দেয়) কালার।
তিনি আরও বলেন, পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি পোশাক দরকার নেই। যারা মানুষকে অ্যারেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো গোলাপি পোশাক দেওয়া যায়।
উমামা ফাতেমার ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও সেটি পুলিশের পোশাকের রং পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগের না পরের, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে। একইসঙ্গে দাবি ওঠে বাহিনীটির পোশাক পরিবর্তনেও। যার প্রেক্ষিতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com