প্রধান উপদেষ্টা ড. ইউনুসের আয়নাঘর পরিদর্শন শেষে সামাজিকমাধ্যমে প্রকাশিত হয়েছে বহুল আলোচিত এই টর্চার সেলের বেশ কিছু ছবি। বিগত সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার অনেকই ফেসবুক-ইউটিউবে সরব হয়েছেন তাদের আয়নাঘরের অভিজ্ঞতা নিয়ে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশব্যাপী। এরই মধ্যে এই আয়নাঘর নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীও।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আঁধারের আয়নাঘর আস্তাকুড়ে নিপাত যাক। চির অবসান হোক বীভৎস সব জুলুমের। নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ।
একই পোস্টের কমেন্ট বক্সে একটি হাদিসও উদ্ধৃত করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। জনপ্রিয় এ ইসলামী আলোচক রাসূল সা. বলেন, হে কা’ব ইবনু উজরা! আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের (অনিষ্টতা) থেকে তোমার জন্য আল্লাহ তায়ালার নিকট আশ্রয় প্রার্থনা করি। যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো (সান্নিধ্য লাভ করলো), তাদের মিথ্যাকে সত্য বললো এবং তাদের স্বৈরাচার ও যুলুম-নির্যাতনে সহায়তা করলো, আমার সাথে এ ব্যক্তির কোন সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সাথে আমারো কোন সংস্রব নেই। এ ব্যক্তি কাওসার নামক হাউজের ধারে আমার নিকট আসতে পারবে না।
অপরদিকে যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো (তাদের কোন পদ গ্রহণ করলো) কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না এবং তাদের স্বৈরাচার ও যুলুম-নির্যাতনে সহায়তা করলো না, আমার সাথে এ ব্যক্তির সম্পর্ক রয়েছে এবং এ ব্যক্তির সাথে আমারও সম্পর্ক রয়েছে। শীঘ্রই সে কাওসার নামক হাউজের কাছে আমার সাথে দেখা করবে। (সুনান আত তিরমিজি : ৬১৪)
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com