নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চান্দিনায় মেহেদি হাসান তালুকদার নামে এক স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাদক গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে ওই ইউনিয়নসহ পুরো উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসন বলছে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিডিওতে দেখা যায়, উপেজেলার ১৩নং জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান একটি কক্ষে খালি গায়ে এক মেয়ে সঙ্গীনির সাথে মাদক গ্রহণ করছেন।
ভিডিও পোস্টের সময়ানুযায়ী সোমবার (২২ জানুয়ারি) ভোরে ‘ইসলামী পেইজ’ নামে একটি ফেসবুক আইডি থেকে ওই ভিডিওটি আপলোড করা হয়।
ভিডিওটি আপলোড হওয়ার পর মুর্হূতের মধ্যে উপজেলায় ভাইরাল হয়ে পড়ে।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ আলী মাহমদু জানান, ভিডিওটি আমিও ফেসবুকে দেখেছি। তবে আমাদের কিছু করার নেই। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের।এক্ষেত্রে উপজেলা প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পারে।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. জাকারিয়া এ বিষয়ে বলেন, আমি আপনার কাছ থেকে শুনলাম বিষয়টি কেবল। তবে যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com