নাজিম উদ্দিন ভূইয়াঃ চান্দিনা উপজেলা সদরের শতবর্ষী বিদ্যাপিঠ চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েচেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
সোমবার (২২ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের ৯ সদস্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ৫ জন সদস্যের সমর্থন পায়। তার প্রতিদ্বন্দ্বী প্রয়াত সভাপতি মরহুম আলহজ্ব মো. খোরশেদ আলম এর ছেলে মো. আতিকুল আলম শাওন ৪ জন সদস্যের সমর্থন পান। এতে একজন সদস্যের সমর্থন বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন স্বাধীনতা পদক প্রাপ্ত বরেণ্য চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।
উপজেলা কৃষি অফিসার ও প্রিজাইডিং অফিসার এহতে সাম রাসুলে হায়দার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী বিদ্যালয়ের সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম মারা গেলে ওই পদটি সভাপতি শূন্য হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com