কুমিল্লায় ঘুষ ও চাঁদা দাবির অভিযোগে থানার ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লার বিজ্ঞ আদালতে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলী আদালতে মো. মেহেদি হাসান নামে এক ইলেকট্রিশিয়ান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মে এর মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদি হাসানের ভাই সিএনজি চালক আবু কালামকে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে ওসি জাহিদুর রহমান ১ লাখ টাকা ঘুষ দাবি করেন।
এর আগে, মামলার অন্য আসামীরাও তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মেহেদি হাসান কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলী আদালতে হাজির হয়ে ওসি জাহিদুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজি মামলা দায়ের করেন।
মামলার বাদী মেহেদি হাসান বলেন, বিনা কারণে আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে চাঁদা দাবি করে। আমি আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com