কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় গতকাল রোববার মধ্যরাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগ কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এতে অংশ নেয়া সবার মুখে মাস্ক আর কালো কাপড়ে ঢাকা ছিল। পরবর্তীতে মিছিলের ভিডিও দেখে অংশ নেয়ার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাসনগাছ মোড় থেকে মিছিলটি বের করে অল্প সময়ের ব্যবধানে মিছিল শেষ করলেও তারা পরে আত্মগোপনে চলে যায়। খবর পেয়ে পুলিশের কয়েকটি ফোর্স পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ফলে মিছিলে থাকা আট জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।
ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঝটিকা মিছিলের ১২ ঘন্টার মধ্যে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ১.কোতোয়ালী থানা এলাকার মৃত আলী আশরাফের ছেলে আরিফ। ২. মোগলটুলী এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুল হান্নান। ৩. কোতয়ালি থানার কালির বাজার ইউনিয়নের, রাইচৌ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে, মো. কবির হোসেন। ৪. নগরীর ছোটরা গ্রামের মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে, এ কে এম মনিরুজ্জামান ভূইয়া। ৫. বরুডা থানার জলম গ্রামের মিজানুর রহমানের ছেলে, মো. আরিফুল ইসলাম। ৬. বুড়িচং উপজেলার ভান্তি গ্রামের আবুল হাশেমের ছেলে, জাহিদুল হাসান রিমন। ৭. দেবিদ্বার উপজেলার চাপানগর গ্রামের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা। ও কোতয়ালী থানা এলাকার ৫ নং ওয়ার্ড, যুগ্ম সাধারণ সম্পাদক ও তৈলকুপি গ্রামের ফজলু মিয়ার ছেলে মোস্তফা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রোববার মধ্যরাতে তারা নগরীর শাসনগাছায় এলাকায় মিছিল করেছে। এসময় তারা নাশকতার চেষ্টা চালায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে পুলিশ লাইনে এবং আলেখারচর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com