ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, এমন খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো যুদ্ধক্ষেত্রে ফ্রান্সের উচ্চপ্রযুক্তির এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেল।
পাকিস্তান দাবি করেছিল, তারা এখন পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি ছিল রাফাল। তবে ভারত তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি বলে দাবি করেছে।
ফরাসি ওই কর্মকর্তা সিএনএনকে জানান, পাকিস্তান একাধিক রাফাল ভূপাতিত করেছে কি না, তা নিয়ে এখন তদন্ত চলমান।
এদিকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে যে একটি বিমানের ভাঙা কিছু যন্ত্রাংশের ছবি প্রকাশ হয়েছে, যেখানে ফরাসি একটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে। তবে এসব ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের অংশ কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
রাফাল ভূপাতিতের বিষয়ে সিএনএনের তরফ থেকে যোগাযোগ করা হলেও বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশন এবং ফ্রান্সের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com