কুমিল্লার চান্দিনায় রান্নাঘরে কথা কাটাকাটির জেরে সফিউল্লাহ (১৫) নামে এক হোটেল কর্মচারীর গায়ে গরম ভাতের মাড় ঢেলে দিয়েছেন হোটেলের বাবুর্চি মো. কাশেম মিয়া (৩৫)। এতে ওই কিশোরের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (১১ মে) দুপুর পৌনে ৩টায়, চান্দিনা উপজেলার পূর্ব বাজারে ‘রনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ। আহত অবস্থায় সফিউল্লাহকে প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত সফিউল্লাহ কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খিরাইকান্দি গ্রামের অলিউল্লাহ’র ছেলে। অভিযুক্ত বাবুর্চি কাশেম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের কাদের মিয়ার ছেলে।
হোটেল মালিক সফিকুল ইসলাম জানান, “রান্নাঘরে ভাতের মাড় ছাঁকার সময় সফিউল্লাহ ও বাবুর্চির মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কাশেম গরম মাড় ঢেলে দেয় সফিউল্লাহর গায়ে। চিৎকার শুনে আমি পেছনে গিয়ে ঘটনা দেখি এবং সাথে সাথে তাকে হাসপাতালে পাঠাই। বাবুর্চিকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।”
সফিউল্লাহর বাবা অলিউল্লাহ বলেন, “সে হেফজ মাদ্রাসায় পড়ছিল, পড়াশোনায় মন না বসায় তিন মাস আগে কাজের জন্য তাকে হোটেলে পাঠাই। যদি কোনো সমস্যা হতো, হোটেল মালিক বা বাবুর্চি আমাদের জানাতে পারতেন। কিন্তু এভাবে তার শরীরে গরম মাড় ঢেলে দেওয়া অমানবিক।”
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা আক্তার জানান, “ছেলেটির শরীরের প্রায় ২০ শতাংশ অংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”
চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ গিয়ে অভিযুক্ত বাবুর্চিকে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com